''জোড়াতালি, এক বিষয় ছেড়ে অন্য বিষয়ে লেখা'' সারাদিন কত রকমের ভাবনা মাথায় ঘুরপাক করে। কত কিছু লিখব লিখব করি। রাতে যখন লিখতে বসি তখন সব হারিয়ে ফেলি। আবার এমনো হয় এক লেখা শেষ না করতেই আরেক লেখার আইডিয়া মাথায় ঢুকে যায়। এটা ছেড়ে ওটা ধরে কোনটাই আর হয়না। কাকের রচনা শিরোনাম দিয়ে লেখা শুরু করলে তখন মাথায় ঘুরঘুর করে কুকুরের কথা। কাক বাদ দিয়ে কুকুর নিয়ে কয়েক লাইন লিখলে মনে হয় কুমির নিয়েও লেখা যায়। এরকম তিন প্রাণী নিয়ে একসাথে ভাবতে ভাবতে কোনোটা নিয়েই লেখা হয়না। এক রাতের কথা- রম্যগল্প লেখার ভাবনা নিয়ে লিখতে বসে যে যে আইডিয়া ঢুকে গেল তা একসাথে জোড়াতালি দিয়ে এই লেখা। লোকে বলে, কবি কবি ভাব কবিতার অভাব। আমার হয়েছে সেই দশা পাইনা খুঁজে আইডিয়া লেখি তাই যাচ্ছে তাই লেখা। নো রিড ওনলি কমেন্টস পাঠক বিভিন্ন ইন্টারনেট মাধ্যম বিশেষ করে ব্লগে এ টাইপের পাঠকদের আনাগোনা লক্ষ্য করা যায়। এদের বৈশিষ্ট এবং গুণাবলী হচ্ছে তারা ব্লগে পোস্ট হওয়া সকল লেখা না পড়েই কমেন্টস করতে পারেন। এদের চেনার উপায় মাঝে মাঝে দেখতে পাবেন কোনো কোনো নারীর পোস্ট করা লেখায় কমেন্টস, ভাই লেখাটা দারুণ হয়েছে। আরো দেখবেন একজন লেখ...
Posts
Showing posts from 2015
- Get link
- X
- Other Apps
Nazmul Ahasan Hera "তবুও আমি সেই " "আমি ভাসতে চাই , আমার ভাবনার স্রোতে কেও দেবে কি ঠাই, আমায় পারবে কি ফেরাতে ? কি আর চেয়েছিলাম , একটু সুখ ই তো হবে ফিরে যেতে হলো আমায়, নিরাশ করেছ সবে ! অবাঞ্চিত মনের দুয়ারে আজ কেও অযথাই কড়া নাড়ে শুধরাতে তাকে নাহি পারি হায় , ফেরাতে পারিনা তারে ! আমিওতো মানুষ , আবেগের তরে মাঝে বিবেকের জলাঞ্জলি ভুল করিনিকো ,আমি ভালোবেসেছিগো , তবে কেন মনটাকেই পুড়ালি ? এতটা পথ পাড়ি দিয়ে আজও , অপূর্ণতার ছায়ায় হাটছি এত ভাবনা ভেবেছে কে কবে , তবুও আজ আমি ভাবছি ! নিশাচর আমি , দিবাচর আমি , পুরোদস্তুর আছি বেশ ভাবিসনা তোকে ছেড়েই দেব , কভু ভালবাসার হবেনা শেষ ! "