Posts

Showing posts from March, 2017

চাদ টেনে রাতে নিযুত তারায় অদেখা এক মুখ একে যায় lyrics

চাদ টেনে রাতে নিযুত তারায় অদেখা এক মুখ একে যায়,, একা আছি তবু নিঃসঙ্গ নয় চোখ বুজে তার সাথে কথা হয়, কত কাল ধরে যেন পরিচয় ভাবতেই ভালোবাসি, এই তো বেশ আছি না দেখেও কাছা কাছি, এভাবেই জীবন চলুক সে আমার প্রিয় অসুখ , হলে হবে একঘোরে তার সাথে অন্তরে অন্তরে কথা চলুক সে আমার প্রিয় অসুখ ।। হয়তো এই শহরে কতদিন আর কত রাত বুঝতে পারিনি পাশ কেটে গেছিলাম। ঘুরেছি একী রোদে ঘোর বর্ষায় ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়,, কবে হবে তার সাথে জানাসোনা মনে চলে সুখ সুখ দোটানা, আশে পাশেই খুজি তার আনাগুনা ভাবতেই ভালোবাসি এইতো বেশ আছি, না দেখেও কাছা কাছি এভাবেই জীবন চলুক সে আমার প্রিয় অসুখ। নাগরিক ক্লান্তিতে সাদা মাখা শান্তিতে তার কাছে মন পরে থাকুক সে আমার প্রিয় অসুখ ।। শিরোনামঃ প্রিয় অসুখ শিল্পীঃ তাহসা খান

শ্যামলীতে তোমার কথা ভাবতে ভাবতে যাই lyrics

শ্যামলীতে তোমার কথা ভাবতে ভাবতে যাই শের শাহ রোডে এসে দেখি তোমার দেখা নাই, ফুল কিনবো বলে আমি শাহবাগে গিয়ে তোমার জন্যে কিনে আনি সবুজ রঙা টিয়া টিয়া হাতে অবাক কিছু চোখের লহ্ম্য তাই, টিএসসির ঐ জনারন্যে নাই তুমি নাই, তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই ।। অনেক মানুষ কোলাহলে পাখি উড়ে যায় দোয়েল চত্বরে এসে আবার বড্ড তেষ্টা পায়, হাইকোর্টের মাজার গেটের পাকুড় গাছের কাছে তোমার আমার ভালোবাসার গন্ধ লেগে আছে, স্মৃতির এই শহরে কিছু সবুজ খুজে পাই রিকশা করে একা সেগুনবাগিচাতে যাই, তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই ।। সেগুনবাগিচাতে সেগুন গাছের হাহাকার কোন সড়কে গেলে পাবো তেমার দেখা আর, ভাবনা গুলো মাথার ভেতরে ঘুরপাক খায় ঘুরে অবাক হয়ে দেখি আমি লোকালের মোড়ে, লালবাগে তোমার কথা ভাবতে ভাবতে যাই সাত রওজাতে এসে দেখি তোমার দেখা নাই, তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই ।। আনন্দ বেকারিতে যেয়ে বাখরখানি কিনে খুজে যাবো বন্ধু তোমায় অলিগলি চিনে, তোমার খুজে পুরনো ঢাকার গলি থেকে পথ বেছারাম দেউড়িতে গিয়

Ami Tomari Naam Gai lyrics | আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি

আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি, আমি আকাশ ও রোদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড় তুমি, আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি ।। ভালবাসা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি, জলে ডাঙ্গায় কেন ডুবতেও রাজি আছি আমি যদি ভাসিয়ে তোল তুমি, আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি ।। তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির ফাকে আর এসো স্বপ্ন ঘুমে, এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন তারায় বসো তুমি, আমি তোমারই, তোমারই তোমারই নাম গাই আমার নাম গাও তুমি ।। কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে অসহায় জন্মভূমি, আজ এক তারার চিলা তোমার স্পর্শ চায় যদি টংকার দেও তুমি, আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি ।। শিরোনামঃ আমি তোমারই নাম গাই অ্যালবামঃ ভূবন মাঝি শিল্পীঃ পরমব্রত চট্টোপাধ্যায়