Posts

Showing posts from 2017

~ লুনা

June 15, 2016 অনেকদিন আগে বাসায় গিয়েছিলাম। ওর নাম লুনা। তো, আমি পৌছালাম যখন সকাল প্রায় ছয়টা। যখন আমি আমাদের রুমে ঢুকলাম, লুনা ঘুম থেকে উঠে এক লাফে আমার কোলে আসলো। মনে হচ্ছিল, পারলে আমার বুকের ভিতরে ঢুকে যেত। যাতে সব সময় আমার সাথে থাকতে পারে। মুহূর্ত টা কল্পনা করে চোখে পানি আসছে। তারপর, আমাদের কত মান অভিমান। রাগ। বিচার দেওয়া মাস্ট। সব শুনলাম। অভিমান ভাঙ্গালাম। রাগ ভাঙ্গালাম। বিচার করলাম আমার আম্মুর আর (ছোট দুইটার মধ্যে) । সবার শাস্তি, এরপর আর লুনাকে কেউ পড়তে বলবে না। বললেই লুনা আমার সাথে ঢাকায় যাবে। আর ফিরে আসবে না। পরের কয়েকদিন ওর বিরক্তে অতিষ্ঠ হলাম। আহা! বিরক্তই তো চাই। সকালে আমি ঘুম থেকে উঠি, এগারোটায়। লুনা আমাকে ডেকে তোলে সাতটায়। তারপর মুখ ধোওয়ার সময়টুকু দেয় না নাস্তা করার জন্য। আমি যেখানে যাব, সেখানে উনাকে নিয়ে যেতে হবে। না হলে চিরদিনের আড়ি। আড়ি আড়ি আড়ি। যেকোনো ব্যাপারে লুনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আরও অনেক কাহিনী। কয়েকদিন থাকার পর আমাকে ঢাকায় ফিরতেই হবে। উপায় নেই। লুনা আসলো আমাকে এগিয়ে দিতে। আমি আবার কবে বাসায় ফিরব, সেটাই বেশ কয়েকবার জিজ্ঞেস করল। আমি বসে আছি... এখন

প্রত্যাশায়

মনের জানালা খুলে দিয়েছি, দমকা হাওয়ায় অধরজুঁড়ে বইছে স্বপ্নের নোনা স্রোত। শত আলোকবর্ষ দূরে /বিষাদের চাদরে সুপ্ত কংক্রিটময় হৃদয়ের উষ্ণ তার প্রত্যাশায়।

বেঁচে আছি

বেঁচে আছি কিন্তু বেশিদিন হয়তো আর এভাবে বাঁচা যাবে না...!! কারণ,,,, নি:শ্বাস টা মাঝে মাঝেই বিশ্বাসঘাতকতা করছে,, আজকাল খুব বেশিই করছে.... তবুও চেষ্টাই করছি ধরে রাখতে,,

Nazmul Ahasan Hera

Image

Nazmul Ahasan Hera

Image

Nazmul Ahasan Hera

Image

Nazmul Ahasan Hera

Image

Nazmul Ahasan Hera

Image

Nazmul Ahasan Hera

Image

dil dia jare valobasilam(দিল দিয়া যারে ভালবাসিলাম) lyrics

দিল দিয়া যারে ভালবাসিলাম, সে হইলো না আমার। প্রান দিয়া যারে ভালবাসিলাম, সে হইলো না আমার। আমি তো দিয়েছি আমার এ জীবন, মন পাইলামনা তোমার। মানুষ হইলো বেঈমান জাতি, ফুলে ফুলে মধু খায়। মানুষ হইলো ভ্রমর জাতি, ফুলে ফুলে মধু খায়। ফুলের মধু শুকাইয়া গেলে...... ফুলের মধু শুকাইয়া গেলে আর ফীরে নাহি চায়। দিন গেলো মাস গেলো বছর চলে য়ায়। প্রান বন্ধুয়া আমায় ছাড়ি, রইলা কোন অজানায়

চাদ টেনে রাতে নিযুত তারায় অদেখা এক মুখ একে যায় lyrics

চাদ টেনে রাতে নিযুত তারায় অদেখা এক মুখ একে যায়,, একা আছি তবু নিঃসঙ্গ নয় চোখ বুজে তার সাথে কথা হয়, কত কাল ধরে যেন পরিচয় ভাবতেই ভালোবাসি, এই তো বেশ আছি না দেখেও কাছা কাছি, এভাবেই জীবন চলুক সে আমার প্রিয় অসুখ , হলে হবে একঘোরে তার সাথে অন্তরে অন্তরে কথা চলুক সে আমার প্রিয় অসুখ ।। হয়তো এই শহরে কতদিন আর কত রাত বুঝতে পারিনি পাশ কেটে গেছিলাম। ঘুরেছি একী রোদে ঘোর বর্ষায় ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়,, কবে হবে তার সাথে জানাসোনা মনে চলে সুখ সুখ দোটানা, আশে পাশেই খুজি তার আনাগুনা ভাবতেই ভালোবাসি এইতো বেশ আছি, না দেখেও কাছা কাছি এভাবেই জীবন চলুক সে আমার প্রিয় অসুখ। নাগরিক ক্লান্তিতে সাদা মাখা শান্তিতে তার কাছে মন পরে থাকুক সে আমার প্রিয় অসুখ ।। শিরোনামঃ প্রিয় অসুখ শিল্পীঃ তাহসা খান

শ্যামলীতে তোমার কথা ভাবতে ভাবতে যাই lyrics

শ্যামলীতে তোমার কথা ভাবতে ভাবতে যাই শের শাহ রোডে এসে দেখি তোমার দেখা নাই, ফুল কিনবো বলে আমি শাহবাগে গিয়ে তোমার জন্যে কিনে আনি সবুজ রঙা টিয়া টিয়া হাতে অবাক কিছু চোখের লহ্ম্য তাই, টিএসসির ঐ জনারন্যে নাই তুমি নাই, তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই ।। অনেক মানুষ কোলাহলে পাখি উড়ে যায় দোয়েল চত্বরে এসে আবার বড্ড তেষ্টা পায়, হাইকোর্টের মাজার গেটের পাকুড় গাছের কাছে তোমার আমার ভালোবাসার গন্ধ লেগে আছে, স্মৃতির এই শহরে কিছু সবুজ খুজে পাই রিকশা করে একা সেগুনবাগিচাতে যাই, তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই ।। সেগুনবাগিচাতে সেগুন গাছের হাহাকার কোন সড়কে গেলে পাবো তেমার দেখা আর, ভাবনা গুলো মাথার ভেতরে ঘুরপাক খায় ঘুরে অবাক হয়ে দেখি আমি লোকালের মোড়ে, লালবাগে তোমার কথা ভাবতে ভাবতে যাই সাত রওজাতে এসে দেখি তোমার দেখা নাই, তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই তুমি নাই, তুমি নাই, তুমি নাই নাই নাই ।। আনন্দ বেকারিতে যেয়ে বাখরখানি কিনে খুজে যাবো বন্ধু তোমায় অলিগলি চিনে, তোমার খুজে পুরনো ঢাকার গলি থেকে পথ বেছারাম দেউড়িতে গিয়

Ami Tomari Naam Gai lyrics | আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি

আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি, আমি আকাশ ও রোদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড় তুমি, আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি ।। ভালবাসা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি, জলে ডাঙ্গায় কেন ডুবতেও রাজি আছি আমি যদি ভাসিয়ে তোল তুমি, আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি ।। তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির ফাকে আর এসো স্বপ্ন ঘুমে, এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন তারায় বসো তুমি, আমি তোমারই, তোমারই তোমারই নাম গাই আমার নাম গাও তুমি ।। কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে অসহায় জন্মভূমি, আজ এক তারার চিলা তোমার স্পর্শ চায় যদি টংকার দেও তুমি, আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি ।। শিরোনামঃ আমি তোমারই নাম গাই অ্যালবামঃ ভূবন মাঝি শিল্পীঃ পরমব্রত চট্টোপাধ্যায়

থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কোথায়?

থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কোথায়? এই এতো মানুষ, প্রতিদিনই কত শত হাজার নতুন আসছে পৃথিবীতে , যাচ্ছেও সেরকম। এই যাওয়া আসার জন্যে কত-শত আয়োজন, কোলাহল, কত আরম্ভরতা। এই মহা বিশ্বের সাথে আমাদের এই পৃথিবীকে তুলনা করলে তাকে ধূলি কণা বললেও ভুল হবে না। একটি ধূলি কণা নিয়ে পুরো জগতের মাথা ব্যথার কি বা কারণ থাকতে পারে ! কোন কিছু নিয়ে মন খারাপের কোন কারণ নেই। আমি আছি, থাকবো না এর মাঝের ব্যবধানটুকু অতি ক্ষুদ্র। বায়ুমন্ডলের উপরিভাগে নানা রকম মহাজাগতিক রশ্মির ইন্টারসেকশনে তৈরি হয় মিওন যার লাইফ টাইম হচ্ছে ২ মাইক্রোসেকেন্ড। মুহূর্তেই হাজার হাজার কোটি তৈরি হয়, আলো কাছাকাছি বেগে পৃথিবীতে আঘাত হানে, তারপর নাই হয়ে যায়, তাতে কি আমার কিছু আসে যায়? আমার মন খারাপ হলেও আলফা সেনচুরি-র কিছু আসে যায় না। তাহলে আমাদের এইসব জীবন যাপন অহেতুক? সব কিছুই যেন ছোটন্ত ঘোড়া। ছুটে চলার আনন্দেই চলা। কেন এই ছুটে চলা, যার কোন মানে নেই। ছুটে চলার মাঝে কি আনন্দ আছে? আনন্দই বা কি? মস্তিস্কের অনুরণন? এও হতে পারে এই সব যা দেখছি তার কোন কিছুই সত্যি নয়, শুধুই কারো ভাবনা ?

Nazmul Ahasan Hera

Image
Nazmul Ahasan Hera

Nazmul Ahasan Hera

Image
Luna...