"তবুও আমি সেই "
"আমি ভাসতে চাই , আমার ভাবনার স্রোতে
কেও দেবে কি ঠাই, আমায় পারবে কি ফেরাতে ?
কি আর চেয়েছিলাম , একটু সুখ ই তো হবে
ফিরে যেতে হলো আমায়, নিরাশ করেছ সবে !
অবাঞ্চিত মনের দুয়ারে আজ কেও অযথাই কড়া নাড়ে
শুধরাতে তাকে নাহি পারি হায় , ফেরাতে পারিনা তারে !
আমিওতো মানুষ , আবেগের তরে মাঝে বিবেকের জলাঞ্জলি
ভুল করিনিকো ,আমি ভালোবেসেছিগো , তবে কেন মনটাকেই
পুড়ালি ?
এতটা পথ পাড়ি দিয়ে আজও , অপূর্ণতার ছায়ায় হাটছি
এত ভাবনা ভেবেছে কে কবে , তবুও আজ আমি ভাবছি !
নিশাচর আমি , দিবাচর আমি , পুরোদস্তুর আছি বেশ
ভাবিসনা তোকে ছেড়েই দেব , কভু ভালবাসার হবেনা শেষ ! "

Comments

Popular posts from this blog

Ami Tomari Naam Gai lyrics | আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি

থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কোথায়?

ইঞ্জিন এবং মেশিনের মধ্যে পার্থক্য কী? difference between machine and engine ??