Posts

Showing posts from September, 2019

ইঞ্জিন এবং মেশিনের মধ্যে পার্থক্য কী? difference between machine and engine ??

একটি মেশিন এক বা একাধিক অংশ সংবলিত কর্ম সঞ্চালন করার শক্তি ব্যবহার করার একটি যন্ত্র। মেশিন সাধারণত , যান্ত্রিক রাসায়নিক , তাপ , অথবা বৈদ্যুতিক অর্থ দ্বারা চালিত হয়। এই মেশিন এর সাহায্যে বিভিন্ন কাজ সম্পাদন করা যায় খুব সহজ ভাবে এবং স্বয়ংক্রিয় ভাবে। একটি মেশিন কেবলমাত্র একটি বলকে দিক বা মাত্রায় রুপান্তরিত করে। কিন্তু এছাড়াও আরও জটিল মেশিন আছে যা আমাদের জীবনে দরকার এবং জীবনকে করে দিয়েছে সহজ। যেমনঃ যানবাহন , ইলেকট্রনিক সিস্টেম , আণবিক মেশিন , কম্পিউটার , টেলিভিশন , এবং রেডিও ইত্যাদি। ইঞ্জিন (Engine) শব্দটি এসেছে প্রাচীন ফরাসি “engin” এবং ল্যাটিন “ingenium” শব্দ থেকে। আমরা জানি , শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই , এক রূপ থেকে অন্য রূপে নেয়া যায় মাত্র। সাধারণত যে যন্ত্র শক্তির অন্য যেকোনো রূপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে , তাকে ইঞ্জিন বলে। যেমন : ইলেক্ট্রিক মোটর , তাপ ইঞ্জিন প্রভৃতি।

BIOS আপডেট করা হয় কেন?

কোন কিছু আপডেট করাই হয় নতুন ফিচার যোগ করার জন্য কিংবা পুরনো কোন বাগ বা ত্রুটি দূর করার জন্য। বায়োসের ক্ষেত্রেও এই নিয়মটা খাটে। সাধারণত বায়োস আপডেট করা হয়, কম্পিউটারের সিকিউরিটি মজবুত করার জন্য। পুরনো বাগ ফিক্স করা হয়, যাতে নিরাপত্তায় ত্রুটি না থাকে। তাছাড়া অনেক সময় বিভিন্ন হার্ডওয়্যারের সাপোর্ট বাড়াবার জন্যও আপডেট করা হয়। যেমন ধরুন আপনি হ্যাশওয়েল প্রসেসর চালাচ্ছেন, কিন্তু মাদারবোর্ডে ব্রডওয়েল প্রসেসর ব্যবহার করতে চাচ্ছেন। সেক্ষেত্রে অনেক সময় বায়োস আপডেট করার মাধ্যমে নতুন প্রসেসর ব্যবহারের সাপোর্ট পাওয়া যায়। অনেক সময় বিভিন্ন হার্ডওয়্যারের মধ্যে আরও ভালো সমন্বয় করার জন্য কিংবা স্ট্যাবিলিটি বাড়াবার জন্য ও আপডেট করা হয়। তবে আপডেট করার আগে দেখতে হবে, আপনার মাদারবোর্ড আপডেট সাপোর্ট করে কি না। যদি ঠিক মত আপডেট করা না যায়, তবে সমূহ সম্ভাবনা আছে মাদারবোর্ড অকেজো হয়ে যাওয়ার। তবে আধুনিক মাদারবোর্ডগুলোতে বায়োসের একটা ব্যাকআপ থাকে। যদি কোন সমস্যা হয় তবে যেন সহজেই আগের সংস্করণে চলে যাওয়া যায়। যদি দেখেন যে বায়োস আপডেট করলে আপনার কোন সুবিধা নাই, তাহলে বায়োস আপডেট আপনার জন্য খুব জরুরি কিছু না। ব