১ গিগাবাইট (জিবি) এর সমান ১০০০ নাকি ১০২৪ মেগাবাইট (এমবি)? ইউএসবি পেনড্রাইভে লেখা জিবি'র চেয়ে (প্রকৃত) হিসেবে কম দেখায় কেন?

বিট,বাইট,মেগাবাইট, গিগাবাইট,টেরাবাইট,পেটাবাইট, এক্সাবাইট,যেটাবাইট ইত্যাদি আসলে এসেছে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে। সেই হিসেবে—
১ বাইট= ২^৩ বিট
১ কিলোবাইট= ১০২৪ বাইট(২^১০ বাইট)
১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট (২^১০ কিলোবাইট)
১ গিগাবাইট= ১০২৪ মেগাবাইট(২^১০ মেগাবাইট) 
কম্পিউটার যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি মেনেই চলে তাই কম্পিউটারের Storage সিস্টেম ঠিক এই নিয়মই মানে।
অপরদিকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেশ সোজা। এই কারনে Storage প্রস্তুতকারক কোম্পানিগুলোর হিসেব অনেকটা সোজা করতে তারা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। যেমনঃ
১ মেগাবাইট = ১০০০ কিলোবাইট
১ গিগাবাইট= ১০০০ মেগাবাইট
এতে হিসাব অনুযায়ী প্রায় ২.৫% মেমোরি লস হয়।
ধরে হিসেব করে রাখে। আবার আপনি ওদের কিছু বলতেও পারবেন না। কারণ তারা খুব সুন্দর করে এই বিষয়টি Storage ডিভাইসের গায়ে লিখেও দেয়।
এই গেল হিসাব-নিকাশের মারপ্যাঁচ। আরও কিছু সূক্ষ্ম বিষয় আছে। Storage ডিভাইসগুলো Formatted(FATFAT32NTFS, etc.) হলে তাদের জন্য একটা "File Allocation Table" এবং "Root Directory" লাগে আর এর জন্য কিছু মেমোরি সংরক্ষিত করে রাখা হয়। যা আপনি কখনই ব্যবহার করতে পারবেন না।
এতে প্রায় ৫.২৫% মেমোরি লস হয়।

Comments

Popular posts from this blog

dil dia jare valobasilam(দিল দিয়া যারে ভালবাসিলাম) lyrics

ইঞ্জিন এবং মেশিনের মধ্যে পার্থক্য কী? difference between machine and engine ??

Hi, I am Nazmul Ahasan Heera