ফেসবুক ও টুইটারের মত সামাজিক যোগাযোগের একাউন্টগুলোকে সুরক্ষিত রাখতে পারি accounts secure

এই সব গুলো অপশন Settings গেলে পাবেন
১. পাসওয়ার্ড ইউনিক লিখুন। অন্তত একটি আপার কেস লেটার, একটি লোয়ার কেস লেটার, একটি নাম্বার, একটি স্পেশাল ক্যারেক্ট। যেমনঃ heer@Nil321
২. আপনার ইমেইল আইডির Password, ফেসবুকের Password থেকে ভিন্ন লিখুন। ফেসবুক হ্যাক হলেও আপনি ইমেইল থেকে আবার রিকভারি করতে পারেন।
৩. মোবাইল নাম্বার দিয়ে Account টি ভ্যারিফাই করুন।
৪. Two-factor Authentication চালু করুন। তাহলে যে কোন নতুন লগইনের জন্য আপনার মোবাইলে একটি কোড আসবে। যা না প্রদান করলে Account এ লগইন হবে না।
৫. আপনার কাছের কিছু ব্যক্তির আইডি Add করুন। যেখানে বলা আছে আপনার Account হ্যাক হলে তাদের মাধ্যমে ফেরত পেতে পারেন।
৬. ভোটার আইডি দিয়ে Account ভ্যারিফাই করুন।

Comments

Popular posts from this blog

Ami Tomari Naam Gai lyrics | আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি

থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কোথায়?

ইঞ্জিন এবং মেশিনের মধ্যে পার্থক্য কী? difference between machine and engine ??