dil dia jare valobasilam(দিল দিয়া যারে ভালবাসিলাম) lyrics

দিল দিয়া যারে ভালবাসিলাম, সে হইলো না আমার। প্রান দিয়া যারে ভালবাসিলাম, সে হইলো না আমার। আমি তো দিয়েছি আমার এ জীবন, মন পাইলামনা তোমার। মানুষ হইলো বেঈমান জাতি, ফুলে ফুলে মধু খায়। মানুষ হইলো ভ্রমর জাতি, ফুলে ফুলে মধু খায়। ফুলের মধু শুকাইয়া গেলে...... ফুলের মধু শুকাইয়া গেলে আর ফীরে নাহি চায়। দিন গেলো মাস গেলো বছর চলে য়ায়। প্রান বন্ধুয়া আমায় ছাড়ি, রইলা কোন অজানায়

Comments

Popular posts from this blog

Ami Tomari Naam Gai lyrics | আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি

থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কোথায়?

ইঞ্জিন এবং মেশিনের মধ্যে পার্থক্য কী? difference between machine and engine ??