অপেক্ষা

পৃথিবীতে কোনো কিছুই কঠিন নয় আবার সহজও নয়। সব কিছুই পাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কোনো কিছু পাওয়ার জন্য নিজেকে তার উপযুক্ত হতে হবে। তার জন্য উপযুক্ত পরিশ্রম করতে হবে। আমাদের জীবনে কোনো কিছুই অটো আসে না। সৃষ্টিকর্তার কাছে ঘরে শুয়ে থেকে চাইলেই পাওয়া যায় না। পাওয়ার জন্য সেই পথে যেতে হয় যেই পথ থেকে জিনিসটা আসবে তবে অবশ্যই বৈধ পথে। আমরা মানুষেরা সব জানি সব বুঝি কিন্তু মানি না। পাপ যেন পিছু ছাড়ে না। পাপের পিছনে ছুটি। গায়ের জোরে কত কিছু করি। জোর চিরদিন থাকে না। অবৈধ সব কিছুতে ক্ষনিকের সুখ। কিন্তু তারপরে অশান্তি নিশ্চিত।

Comments

Popular posts from this blog

dil dia jare valobasilam(দিল দিয়া যারে ভালবাসিলাম) lyrics

ইঞ্জিন এবং মেশিনের মধ্যে পার্থক্য কী? difference between machine and engine ??